মুন্সী আব্দুর রউফ কলেজের বিজ্ঞান মেলার উদ্বোধন 

আরটিভি নিউজ

বুধবার, ২৩ মার্চ ২০২২ , ১০:৪১ পিএম


মুন্সী আব্দুর রউফ কলেজের বিজ্ঞান মেলার উদ্বোধন 

বিজিবি’র বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের ব্যবস্থাপনায় বর্ণিল আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ডাচ বাংলা তৃতীয় বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। 
বুধবার (২৩ মার্চ) দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ দিনব্যাপী (২৩-২৪ মার্চ) তৃতীয় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আগামী দিনে যুগোপযোগী ও বিজ্ঞানমনস্ক নাগরিক তৈরি করতে হবে। বিজ্ঞান মেলার মতো এ ধরনের আয়োজন থেকেই শিক্ষার্থীরা মেধা ও মননের চর্চায় নিজেদেরকে নিয়োজিত রেখে বিজ্ঞানমনস্ক সচেতন মানুষ হিসেবে ভবিষ্যতে দেশের হাল ধরবে। 
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সাইন্স ক্লাব অব রউফ কলেজ (এসসিআরসি)-এর চেয়ারম্যান লে. কর্নেল হাফেজ মো. জোনায়েদ আহাম্মদ, উপাধ্যক্ষ মো. গোলাম সারুয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক ড. তানজিলা আল মাজী, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা-কর্মকর্তা-কর্মচারী এবং ক্লাব মডারেটর ও  কো-অর্ডিনেটরবৃন্দ উপস্থিত ছিলেন। 
বিজিবি সদর দপ্তরে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের মাঠ ও বিভিন্ন কক্ষে আয়োজিত ২৪০টিরও বেশি বিজ্ঞান প্রজেক্ট, ৭৭টি ওয়াল ম্যাগাজিন, ৭৩টি রুবিকিউবস, ৩২টি স্ক্রাববুক, ৩৭টি কুইজটিম, ২৭টি প্রোগ্রামিং, ১৩৫টি গেইমিং টিম, ১৩টি সেগমেন্টে অলিম্পিয়াডসহ বিভিন্ন ইভেন্টে দেশের খ্যাতনামা প্রায় ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭০০’র বেশি শিক্ষার্থী এ বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission